নিজস্ব প্রতিবেদক: অপপ্রচার, গুজব ও ডেঙ্গু আজ বাংলাদেশে আলোচিত বিষয়। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জে শুরু থেকেই মাঠে কাজ করছে জেলা পুলিশ। প্রচারণার অংশ হিসেবে পুলিশের সাথে সেবামূলক সংগঠন সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দও প্রচারণা চালিয়েছে সোমবার।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ এবং সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় লেখা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এ ছাড়াও বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি গুজব ও গণপিটুনি থেকে বিরত থাকার লিফলেটও বিতরণ করে।
ক্লাসে ক্লাসে লিফলেট বিতরণ শেষে মাঠে শিক্ষার্থীদের উদেশ্যে বক্তব্য দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী। এ সময় উপস্থিত ছিলেন, এসআই মুজিবুর, সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক হাজী সামসুদ্দিন বাবলু, যুগ্ম-আহবায়ক শহীদ হোসেন রানা, সদস্য সচিব মো. জিলহাজ বিশ্বাস, সদস্য মো. আব্দুর রাকিব অন্য সদস্যবৃন্দ।
[কপোত নবী,৩০-০৭-১৯]
Leave a Reply