নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছাও জানান তারা।
মঙ্গলবার সকালে নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. রেজাউল করিমের নেতৃত্বে তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ (লাল বাহাদুর), সহ-সভাপতি মো. রাজা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজ, সহ-সম্পাদক মো. খুরশেদ আলম, কোষাধ্যক্ষ মোহা. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলম আলী।
আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মো. সানাউল্লাহ, ক্রীড়া সম্পাদক সোনাতন ঘোষ, নির্বাহী সদস্য মো. জুলুর রহমান ও মো. বাবলু। সভাপতি মো. রেজাউল করিম জেলা প্রশাসককে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন এবং যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা সরকারের সাথে কাজ করার আশ্বাস প্রদান করেন।
[কপোত নবী,৩০-০৭-১৯]
Leave a Reply