নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৯-২০ বর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জনিয়ারিং-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সেমিনার রুমে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এ নূরুল হক।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও, উপাধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য আবুল বাশার, বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
জেলা প্রশাসক এ জেড এ নূরুল হক বক্তব্যে বলেন, সরকারের এসডিজি পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ৪ বছর মেয়াদী এই শিক্ষাবর্ষে ১ হাজার ১১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৪ শতাংশ প্রকৌশলীদের অবস্থান। এই অবস্থান ২০ শতাংশে নিয়ে যেতে হলে বর্তমান শিক্ষার্থীদের প্রয়োজন আছে বলে জানান উপাধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান।
[কপোত নবী-১-৮-১৯]
Leave a Reply