নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ : সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নাচোলে বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্কুলে গুজব বিরোধী সচেতনতা মূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্টিত হয়েছে।
সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের। তিনি বলেন, গুজবের নামে কেউ যেন কোন সুযোগ কাজে লাগাতে না পারে সে জন্য আপনাদের সচেতন থাকতে হবে। কোনকিছু সন্দেহ মনে হলে পুলিশকে জানাবেন।
সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মো. জিলহাজ বিশ্বাস জানান, আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহুরের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে মানুষকে সচেতন করতে কাজ শুরু করেছি।
এরই ধারাবাহিকতায় নাচোল উপজেলার বিভিন্ন স্কুলগুলোতে সচেতনতা মূলক প্রচারণা। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, সচেতন নাগরিক সমাজের সদস্য ফরহাদসহ অন্যরা।
[কপোত নবী-০১-০৮-১৯]
Leave a Reply