নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড এর কাঁঠাল বাগিচা মহল্লা থেকে ১ ডেকোরেটর কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পৌর এলাকার ৬ নং ওয়ার্ড মাঝপাড়ার মো. আব্দুস সামাদের ছেলে মো. আহাদ আলী (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম জানান, শনিবার দিবাগত শেষ রাতের দিকে (রোববার) আহাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
প্রাথমিক আলামত দেখে মনে হয়েছে এটি একটি হত্যাকান্ড। তিনি আরো জানান, লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির দুইপা দঁড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখ কচটেপ দিয়ে আটকানো ছিল। একটি ডেকোরেটরের টিনের ঘরে বাঁশের সাথে গলায় দঁড়ি দেয়া ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বা কাউকে আটক করাও হয়নি। [কপোত নবী-০৪-০৮-১৯]
Leave a Reply