মোঃ জামিল হোসেন, ভোলাহাট:
শিক্ষা শান্তি একতা,এই শ্লোগানকে বাস্তবে রুপদান দিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ২২তম শিক্ষা সম্মেলন করতে যাচ্ছে ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।এ উপলক্ষ্যে আগামী ১৪ই আগষ্ট বুধবার ঈদুল আজহার ৩য় দিন ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর উদ্দ্যোগে ঈদ পূণর্মিলনী বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান- ২০১৯ অনুষ্ঠিত হবে।
১৪ জুলাই বুধবার সারাদিন নানা আয়োজনে যা যা থাকবে সকাল ৯.১০ মিনিটে পতাকা উত্তোলন,৯.৪০ মিনিটে অতিথিদের আসন গ্রহন,১০.১৫ মিনিটে পবিত্র কোরআন তেলায়াত,১০.৩০ মিনিটে স্বাগত বক্তব্য, স্নাকত্তোর পর্যায়ের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা,বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ,ভোলাহাট উপজেকার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা, উপদেষ্টা মন্ডলীর বক্তব্য ও প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য,বিশেষ অতিথিদের বক্তব্য,প্রধান অতিথির বক্তব্য সর্বশেষ হস্তশিল্প প্রদর্শনী।
অনুষ্ঠানটিতে প্রধান হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদ সদস্য ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ ও সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ আমিনুল ইসলাম।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বরাবরেই ন্যায় উপস্থিত থাকবেন,চেয়ারম্যান ডাইসিন গ্রুপ ঢাকা, প্রতিষ্ঠাতা সাইফুন নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয় ও পল্লিমংগল ইনন্সিটিউট অব সায়েন্স টেকনোলজি ভোলাহাট,মোঃ মিজানুর রহমান।
পিএসসি, জেএসসি (বৃত্তিপ্রাপ্ত) ,এসএসসি,ও এইচএসসি (এ+প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীরা নিজেদের নাম রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারবে, মোঃ সাখাওয়াত হোসেন ০১৭২৩-৬৪৪৯২১,সামিউল ইসলাম,০১৭৪০-৩৮২১৪৫,ও বিলাস সর্দার ০১৭১২-৭৬০০৭৬ এই ঠিকানায়।
Excellent post. I was checking continuously this blog and I’m impressed!
Very useful information specially the last part 🙂 I care for such info a
lot. I was seeking this certain information for a very long time.
Thank you and good luck.