কপোত নবী, স্টাফ রিপোর্টার : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৭৬৫ পিচ ইয়াবা বড়িসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার চরপাকা গমেরচর এলাকার মো. মফিজুল হকের ছেলে মো. আব্দুল মতিন (৩৩)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ই-মেইলে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর বাগান পাড়ার ফিরোজ কাথারীর আম বাগানের ভেতর ১ ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো.আজমল হোসেনের নের্তৃত্বে বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাবের একটি টিম ঐ বাগানে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৬৫ পিচ ইয়াবা বড়িসহ মতিনকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় আসামী মতিনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জেলায় র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
[০৯-০৮-১৯]
Leave a Reply