আগামী কাল ১২ আগস্ট বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর, ভোলাহাট উপজেলাবাসীকে এমপি আলহাজ আমিনুল ইসলামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যক্তিগত সহকারী মোঃ আমিনুল ইসলাম,মাননীয় সংসদ সদস্য ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ কায়সার আহমেদ।
কায়সার বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
তিনি বলেন, হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- ঈদ উপলক্ষে মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
Leave a Reply