নিজস্ব প্রতিবেদক: নাটোর ক্যাম্প কর্তৃক ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাদক এর বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ১৮ আগষ্ট ২০১৯ ইং তারিখে সময় আনুমানিক দুপুর ০১:০০ ঘটিকায় রাজশাহী জেলার বাজিতপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে,(ক) ইয়াবা ট্যাবলেট- ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস, (খ) মাদক কারবারিতে ব্যবহৃত মোবাইল-০২ (দুই) টি, (গ) সিম কার্ড-০৩ (তিন) টি, (ঘ) মেমোরী কার্ড ০১ (এক) টি, (ঙ) মাদক কারবারিতে ব্যবহৃত মোটর সাইকেল ০১ (এক) টি সহ আসামী ১। মোঃ তহিদুর রহমান @ শিমুল (৩৩), পিতা-মেঃ হাবিবুর রহমান, সাং- ভানুকর মীরগঞ্জ, ২। মোঃ ওয়াজ মোল্লা (৪০), পিতা-ফজল মোল্লা, সাং- বারাখাদিয়া, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
””র্যাবকে তথ্য দিয়ে সহায়তা করুন
মাদক মুক্ত সমাজ গড়ুন””
Leave a Reply