মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের
মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবা বড়িসহ ৪ জন ব্যক্তিকে আটক করে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স
শনিবার জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম। এ সময় ২০
পিচ ইয়াবা বড়িসহ ৪ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা পৌর এলাকার সদর হাসপাতাল মোড়ের মো. আজমতের ছেলে মো. সালাউদ্দিন
(২৬), পিটিআই বস্তির মৃত সিকেম আলীর ছেলে মো. সাহেব আলী (২২), বালুবাগান
মহল্লার মো. রাজু ওরফে নাসিম এর ছেলে মো. তৌহিদ (২২) এবং আতাহার বুলনপুর
এলাকার মো. মোতাহর হোসেনের ছেলে মো. টুয়েল (৩২)।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা
প্রশাসনের এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেটগণ মো. আসাদুজ্জামান, মো. সাইফুল
ইসলাম ও মো. ইকবাল হাসান আসামী সালাউদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড,
আসামী সাহেব আলী এবং তৌহিদ উভয়কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০
টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আসামী টুয়েল কে
১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০
দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ
দেন।[কপোত নবী-১৮-০৮-১৯]
Leave a Reply