স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
জেলা শহরের সার্কিট হাউস মোড়স্থ ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় মিলনায়তন চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপ-পরিচালক আবুল কালাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব
রুহুল আমিন এবং আলোচক ছিলেন, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মাহ্ফুজুর রহমান
বেঞ্জু। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন, জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জীবনী ও মহান স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তরা। সভা শেষে বঙ্গবন্ধু ও
তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া
পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা মো. তরিকুল ইসলাম। শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও হেফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।[কপোত নবী
Leave a Reply