মোঃ নাসিম, নাচোল, প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমেে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু,উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী,গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমানুল্লাহ খান ,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম সহ প্রমুখ।
উল্লেখ্য যে,২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার নির্বাচিত ১৬টি পুকুরে মোট ৩৬৩.৬৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply