নিজস্ব প্রতিবেদক: ভোলাহাট উপজেলায় আলমঙ্গীর (৩২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। বুধবার সকাল ১০ টার সময় উপজেলার গিলাবাড়ী সিমান্তের মেন ২০০ পিলারের ৩ এস ২ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে কাজী জালারের আম বাগন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি আলমঙ্গীর (৩২) উপজেলার হাঁসপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি উপজেলার চাকপাড়া গ্রামে থাকতেন। তার শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারী হাসুয়া দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।
নিহতের ছোট ভাই বলেন, তিনি শারিরীক প্রতিবন্ধি। তিনি দিনের বেলা বিভিন্ন বাজারে খাবার লারু বিক্রি করতেন এবং রাতে রানী পুকুর পাহারা দিতেন। তবে কী কারণে এ হত্যাকা- হয়েছে তা বলা যাচ্ছে না।
ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মন্ডল বলেন, কাজী জালারের আম বাগন থেকে লাশ উদ্ধার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হচ্ছে।
Leave a Reply