জী. এম. আযম:
সোনালী আঁশ নামে খ্যাত
পাটশিল্প আজ,
এক সময় করতো এদেশে
ভীষণ রাজ।
সোনালী আশের সে সুদিন
বসেছে আজ পথে,
শিল্প মালিক চলেছিল বলে
না জানি উল্টো রথে!
পরিবেশ বান্ধব ব্যাগ তৈরী
মুনাফা করে হতো,
বিদেশে পাঠিয়ে শিল্প মালিক
নগদ অর্থ পেত।
সিন্ডিকেট কবলে পড়ে
বিলুপ্তপ্রায় পাটশিল্প,
চাউর করতে দৃশ্যমান কি
হচ্ছে তার বিকল্প?
Leave a Reply