মোঃ জামিল হোসেন, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাচ্চামারী যুব সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি ২২ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বাচ্চামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন, বাচ্চামারী যুব সংঘের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ মোক্তারুল ইসলাম,হাবিবুর রহমান মেম্বার,হাতিমতাই কবিরসহ অন্যারা।
শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দল ও মুসলিম নগর বংগবন্ধু ক্লাব ও পাঠাগার চূড়ান্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন।
মোট ৩০ মিঃ ৩০ মিঃ করে ১ ঘন্টার খেলার শুরুর ২০ মিনিটের মাথায় শিবগঞ্জ ফুটবল দল মুসলিমগগর ফুটবল দলকে একটি গোল দেয়।বিরতির পরে আর একটি গোল দেওয়ায় ২-০ গোলে জয় ছিনিয়ে নেয় শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দলকে ৭ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিগণ।
এ সময় আগত অতিথি ও শেষ্ঠ খেলোয়াড়দেরকেও পুরুস্কার তুলে হয়।
পরে রানারআপ মুসলিম নগর বংগবন্ধু ক্লাব ও পাঠাগারকে ৩ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। খেলাটির প্রধান পরিচালক হিসেবে ছিলেন, মিজানুর রহমান মাষ্টার, সহকারী হিসেবে ছিলেন, আমিরুল ইসলাম ও রুহুল আমিন ডলার।
এ সময় বক্তারা বলেন,জাতি ও সমাজ গঠনে এ ধরনের খেলার কোন বিকল্প নেই।এ খেলার জন্য সবধরনের সহযোগিতার জন্য পাশে আছি থাকবো।শেষে আয়োজকদের ধন্যবাদ জানান।
Leave a Reply