চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ১৫ টি ওয়ার্ডে চলছে মশক নিধন কার্যক্রম। এরই অংশ হিসেবে শুক্রবার পৌর এলাকার ৩নং ও ৬ নং ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। সকাল ৯ টার সময় কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
শাহীবাগ, সোনারমোড়, মাঝপাড়া, বালিগ্রাম, জোড়গাছি, রামকিষ্টপুর, ফুলবাগান, বিশ্বরোড, শাহনেয়ামতুল্লাহ কলেজ এলাকায় স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও ফুলকুঁড়ি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম,
জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল বারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান থাকবে। একেকদিন একেক এলাকায় এ কার্যক্রম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের তত্বাবধানে পরিচালিত হবে।[কপোত নবী]
Leave a Reply