স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড কাঁঠাল বাগিচা নিবাসী গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহানারা বেগম (জাহান ম্যাডাম) শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ডেল্টা লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বহুদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে নিতু/লিসুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ইকবাল আহমেদ খান পান্নার সহধর্মিনী ছিলেন জাহানারা বেগম।
মরহুমার জানাযার নামাজ আজ ২৪ আগস্ট শনিবার বিকেল ৫ টায় নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে।
জাহানারা বেগমের মৃত্যুতে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু ও স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক ডি এম তালেবুন নবী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।[কপোত নবী]
Leave a Reply