এইচ.এম. ওয়াদুদ আলী:
সমাজ আজ উল্টো দেখি
ভিক্ষে করে ইজ্জত আলী।
সারাদিন যারা নেশা খায়
তারাই আবার সমাজ চালায়।
জীবনে কোনদিন ধরেনি কলম
ইউ.পি সদস্যে হয়েছে বরণ।
গরিবের হক মারে যারা
আলহাজ্ব নামে খ্যাত তারা।
মাদকের বিরুদ্ধে যাদের বাণী
তারাই আবার করছে আমদানি।
শিক্ষকের চেয়ারে আছেন যারা
অনেক ছাত্রীর ধর্ষক তারা।
শ্রমিকরা পায়না নায্য দাম
ব্যবসায়ীরা হয় শুধু লাভবান।
সুন্দরী বউ ঘরে রেখে
মধুরির সাথে সম্পর্ক গড়ে।
মুখে দাড়ি জুব্বা গায়ে
ব্যাংকের সুদের হিসেব কোষে।
অনেক মেধাবী ঘুরছে পথে
টাকা-কোটায় চাকরি জোটে।
ভার্সিটির ঔ ব্যানার রীতি
খুন-খারাপি আর রাজনীতি।
খুনের ফাইল পরছে চাপা
থানায় দিয়ে লক্ষ টাকা।
উল্টো রীতির ধারা বয়ে
সমাজ আজ গেছে রসাতলে।
চরণগুলোর সাথে সহিত যারা
এই কবিতায় মুখ্য তারা।
Leave a Reply