নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট মাস্তানবাজার এলাকা থেকে ৩ হাজার ২০০ পিচ ইয়াবা বড়িসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া ভবানিপুরের দাউদ আলীর ছেলে তহুরুল (৩৭)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১ টার দিকে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল-ই-খুদার নেতৃৃৃৃত্বে আমিসহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার খাসেরহাট মাস্তানবাজার এলাকা থেকে ৩ হাজার ২০০ পিচ ইয়াবা বড়িসহ ১ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জাজান জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম।
Leave a Reply