হাসান অালী,গোমস্তাপুর। ০২ সেপ্টেম্বর,২০১৯ সোমবারঃ- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা (এস এফ সি) এর উদ্দোগে সাহেবগ্রাম মহিলা দাখিল মাদ্রাসায় সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ অালম। সভাপতিত্ব করেন স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা (এস এফ সি) এর প্রতিষ্ঠাতা অালমগীর কবির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাহেবগ্রাম মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ডাঃ অানসারুল হক,বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক নাইনু মিঞা, ডাঃ অাতিকুর রহমান, অাতাউর রহমান, সাহেবগ্রাম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মুনিরুল ইসলাম, চৌডালা ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা (এস এফ সি) এর সদস্য সচিব সোহেল রানা। এ সময় প্রধান অতিথি সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
Leave a Reply