কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার আওয়ামী লীগ সভা নেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজাসহ জেলা আওয়ামী লীগের অন্য সদস্য বৃন্দ।
এ সময় সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ আলোচনা হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও ওবায়দুল কাদেরের সাথে কথা হয় নেতৃবৃন্দের।
চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৪ অক্টোবর সোমবার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন কোন না কোন এলাকায় অবস্থান নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
Leave a Reply