কপোত নবী :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)র অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে লতিফ (৪০)।
এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লতিফ নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে। খবর পাবার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় সঙ্গীয় ফোর্স মনাকষায় লতিফের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম।
Leave a Reply