সিরাজগঞ্জে বাস খাদে, নিহত ৪ – সংগৃহীত
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা নামক স্থানে মঙ্গলবার ভোরে ঈদে ঘরমুখী বাস খাদে পড়ে চারজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিসমাত গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪৫), একই উপজেলার কুটিপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০), তালুক সর্বানন্দ গ্রামের এলাহী বকসের ছেলে শাহজাহান মিয়া (৩৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার উমায়েতপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে আতাউর শেখ (৩০)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী জারিফ পরিবহনের একটি বাস ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ২৭ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতেুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply