মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোল ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়াামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র ও পৌর আওয়াামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)দুলাল উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার মোঃ ওয়াালিউল্লাাহ, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুল হক চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক জিয়াউর রহমান। এছাড়াাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান জানিয়েছেন।
Leave a Reply