মোঃ জামিল হোসেন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ ঘটিকার সময় ভোলাহাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হাবিবুর রহমানের শপথ সম্পূর্ণ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, উপজেলা প্রকৌশলী সুনিল কুমার ঘোষ, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন,জনস্বাস্থ্য কর্মকর্তা, আমারবাড়ী আমার খামার সমন্বয় কারী মাহমুদুল হক, নির্বাচন অফিসের পক্ষে মোঃ আহাদ আলী, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা নাসরীন খাতুন, ভোলাহাট সদর ইউপি সচিব আহসান হাবীবসহ অন্যান্যরা।
উল্লেখ্য ভোলাহাট সদর ইউপি’র ৪ নং ওয়ার্ডে ২৫ জুলাই বৃহস্পতিবার ১টি শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত ভোটে হাবিবুর রহমান টিউবয়েল পতীক ৮০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের ফুটবল প্রতীক পেয়েছিল ৪৭৫ ভোট। সর্বমোট ভোট প্রদান করেন ১৭১৮।
Leave a Reply