মোঃ নাসিম নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারি টাওয়েল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক এর আয়োজনে এবং নাচোল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ছাত্রীদের মাঝে টাওয়েল বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনাসভায় নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নাহিদা আক্তার, অহিদা শবনমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনা শেষে ২শ’ জন ছাত্রীকে দুইটি করে ৪শ’টি স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
Leave a Reply