কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ ব্যক্তিকে মৃত্যুদন্ডর রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরদুর্লভপুর পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মুমিন (৩২)।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২২ ডিসেম্বর দিবাগত রাত ৩ টার দিকে র ্াব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার নরেন্দ্রপুরে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মুমিনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ২৩ ডিসেম্বর সদর মডেল থানার এসআই গোলাম সারোয়ার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে এসআই জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭ জানুয়ারি মুমিনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করা হয়।
Leave a Reply