হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় – ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার বেলা ১০ টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূন্য রেখায় ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসারের বিএস ন্যাগিরের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে বিজিবির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক।
এসময় বিএসএফ’র পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় বিজিবি ও বিএসএফ’র অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে ঈদ আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতেই মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
Leave a Reply