কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকাল ১০ টার সময় দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মক্কা মডেল মাদরাসায় ৩ কাঠা জমি দাতা মো. গোলাম সারোয়ার দেওয়ানের জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মো. আবু তাহের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। পরে মাদরাসায় জমিদাতা গোলাম সারোয়ারের জন্য দোয়া করা হয়।
এ সময় মাদরাসার শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply