কপোত নবী : সোমবার বিকোল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেলগতি এলাকা থেকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৭৯৫ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চেকটলা গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. কবির আলী (৩২) ও একই এলাকার মৃত এনতাজ আলীর ছেলে
মো. আনারুল ইসলাম।
রাত সাড়ে ৮টার সময় র্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, গোপন সূত্রে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প জানতে পারে ইয়াবা বিক্রির জন্য নাচোলে দুই ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর র্যাবের একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকাতে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৯৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে কবির ও আনারুলকে গ্রেপ্তার করে।
এসময় ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৬টি সিম ও নগদ ১৬০০ টাকা জব্দ করে র্যাব।আসামীদের বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply