নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন শামসুল আলম শাহ্। তিনি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওসি (তদন্ত) আতিকুল ইসলামের কাছে থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নওগাঁর জেলার নিয়ামতপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে- নিয়ামতপুরে দায়িত্বকালীন সময়ে সৎ, সাহসী ও দক্ষতার সঙ্গে অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। এছাড়াও জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণ সাধনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। নবাগত ওসি শামসুল আলম শাহ্ দায়িত্ব গ্রহণ করে আইনশৃংখলা সমুন্নত রাখতে সকল শ্রেণি পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। এর আগে বিদায়ী ওসি সিকদার মশিউর রহমানকে সিলেট রেঞ্জে বদলী করা হয়।
Leave a Reply