নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাণীহাটি বাজার থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার হরিনগর তাঁতিপাড়া গ্রামের মো. নিফাউলের ছেলে মো. রবিউল ইসলাম (২৮)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে রাণীহাটি বাজার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানায় এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply