জমশেদ আলী,চাঁপানবাবগঞ্জ প্রতিনিধি:
“আমার পথ আমিই গড়বো, নতুন কর্ম সৃষ্টি করে বেকারত্ব দূর করবো” এ শ্লোগান কে সামনে চাঁপাইনবাবগঞ্জে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সম্মেলন ও উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একে.এম তাজকির -উজ-জামান। প্রধান আলোচক ছিলেন ধ্রুবতারার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি ছিলেন, চাঁপানবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ননজরুল ইসলাম,চাঁপানবাবগঞ্জ যু্ব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক জাবেদ ইকবাল,জেলা পরিষদের সদস্য ও এসডিজি বিষয়ক সম্পাদক রয়েল বিশ্বাস,ধ্রুবতারার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভির আনজুম তুষার। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ধ্রুবতারার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুল্লাহ সিপন,সহ-সভাপতি মোঃ জমেশদ আলী। এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশনের সহ-সভাপতি জারিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক নাজনীন ফাতেমা জিনিয়া সহ সংগঠনের অন্যান সদস্যগণ।
Leave a Reply