নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গোপালনগর কানসাট বলাকা মার্কেটের পূর্বে সুমন ভলকানাইজিং দোকানের ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার সহিম উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন ও লালান মমিনের ছেলে মো. সুমন আলী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পারি কানসাট এলাকায় এক দোকানে ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করা হয়েছে। খবর পাবার পর সঙ্গীয় ফোর্স সে দোকানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে জসিম ও সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি আতিকুল ইসলাম।
Leave a Reply