মনিরুল ইসলাম, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১-৭ অক্টোবর ২০১৯ ইং উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রুহুল আমিনের সভাপতিত্বে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।
Leave a Reply