নিজস্ব প্রতিবেদ, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ব্যবস্থাপনা বিভাগ ভবনের তৃতীয় তলায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এ.এইচ.এম. মাহফুজুল ইসলাম সরকারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। পরে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে সিলেবাস প্রদান করা হয়।
ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিজান ও তানভি আক্তার জাহান’র উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৪র্থ বর্ষের মো. আয়াতুল্লাহ খামেনী ও শামীমা আখতার।
উল্লেখ্য, নবাবগঞ্জ সরকারি কলেজের অন্যান্য বিভাগেও মঙ্গলবার উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এবছর ব্যবস্থাপনা বিভাগে ১’শ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
Leave a Reply