চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলেজ মোড়ে শনিবার পিকআপ ভ্যানের ধাক্কায় জুয়েল রানা (২৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত যুবক সোনামসজিদের নাতোর এলাকার মোস্তফা কামালের ছেলে জুয়েল রানা (২৩)। সে পেশায় একজন সিঅ্যান্ডএফ এজেন্ট। এ সময় অজ্ঞাত অপর মোটরসাইকেল আরোহী আহত হন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টার দিকে কানসাট কলেজ মোড়ে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে শিবগঞ্জ যাওয়ার পথে সোনামসজিদগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে জুয়েল সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড- আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবস্থায় জুয়েলকে এবং তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী অজ্ঞাত আহত যুবককে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী পিকআপটিকে আটক করে করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
Leave a Reply