জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার কোনো নৈতিক অধিকার নেই। বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষের যেমন প্রত্যাশা পূরণ হয়নি তেমনি অনির্বাচিত সরকারের বাজেটে জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ দফতরে সাংবাদিকদের কাছে বাজেট প্রসঙ্গে এ মন্তব্য করেন। তবে বাজেট নিয়ে এটি বিএনপির কোনো প্রতিক্রিয়া নয়। আজ শুক্রবার দলীয়ভাবে প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমীর খসরু বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশে। এ সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারা বাজেট প্রণয়ন করছে। তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে। সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণনির্ভর বাজেট দিতে হচ্ছে। এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেয়া হচ্ছে, এই টাকা আমার-আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে।
তিনি বলেন, অনির্বাচিত সরকার, অনির্বাচিত সংসদে এই বাজেট দিয়েছে। গণতন্ত্র না থাকায় সুশাসন নেই দেশে। সুশাসনের অভাবে দেশের সামষ্টিক অর্থনীতি বাধাগ্রস্ত। ব্যক্তি খাতের বিনিয়োগ বন্ধ, শেয়ারবাজারে অস্থিরতা, ব্যাংকে তারল্য সঙ্কট চলছে। সরকার দেশকে ঋণনির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে।
আমীর খসরু বলেন, সরকারকে ঋণনির্ভর বাজেট দিতে হচ্ছে। এই ঋণ শোধ দিতে দেশের মানুষের ওপর সরাসরি প্রভাব পড়বে। নাগরিকদের ভুগতে হবে চরমভাবে। রফতানির চেয়ে আমদানি বেশি হচ্ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে। প্রবৃদ্ধির যে কথা বলা হচ্ছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। তবে বাজেট প্রত্যাখ্যান বা গ্রহণ করছেন কি না এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা স্থির করেছে- এটা নিয়ে আপনারা দেখেছেন যে, বিশ্বব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাগুলো, অর্থনীতিবিদ সবার কাছে প্রশ্ন উঠেছে যে, আসলে কি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এটার সত্যতা কী? সরকারের যখন জবাবদিহিতা থাকবে না তখন তারা যেকোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে। সেই প্রবৃদ্ধির সাথে যতগুলো অর্থনৈতিক সার্ভে হয়েছে, সেই সার্ভের তার সাথে প্রবৃদ্ধির কোনো মিল নেই।
আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া : জাতীয় সংসদের প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রস্তাবিত বাজেট নিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি এই অর্থমন্ত্রীর প্রথম বাজেট। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়।
Leave a Reply