২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর পক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
অন্যদিকে হাসপাতাল থেকে সরাসরি সংসদের অধিবেশন যোগ দিয়ে আবারও সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
Leave a Reply