ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল কলেজ মোড় বিএনপি দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ. আমিনুল ইসলাম।
এসময় তিনি বন্যা নিপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আল হেলাল, বিএনপি নেতা আলাউদ্দিন, রফিউল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরস রেখা, জামবাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, দলদলি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইবনে কাজেম, উপজেলা যুব দলের আহ্বায়ক মুনসুর আলী, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ ও সদস্য সচিব মোঃ আসাদুল হক উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রদলের সাবেক আহবায়ক মহসিন আলীসহ অন্যরা।
পরে একটি র্যালী বের হয়ে ভোলাহাট মোহবুল্লাহ কলেজে এসে শেষ হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও ছাত্র আন্দোলনের আহত নিহতদের জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা হয়।
Leave a Reply