মোঃ জামিল হোসেন : দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি দক্ষিণ কোরিয়া কমিটি গঠন সভাপতি সোহেল রানা ও সম্পাদক মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
আজ (২৭ অক্টোবর) রবিবার দক্ষিন কোরিয়ার সউল ইথুলে বোম্বে গ্রিল হোটেল এন্ড রেস্টুরেন্টে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সহ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক এস কে সালেক ও প্রচার সম্পাদক হিসেবে মোঃ মিনাউর রহমান নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি দক্ষিণ কোরিয়ার গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও এই কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা যায় ।
এসময় নবনির্বাচিত দক্ষিণ কোরিয়া কমিউনিটি কমিটির সাধারণ সম্পাদক বলেন,আমি যাতে আগামীতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। এবং সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আগামীতে চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটিকে দক্ষিণ কোরিয়াতে আমরা একটি শক্তিশালী কমিউনিটি হিসেবে যেন প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করব। এবং ভবিষ্যতে আমার যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এবং সঠিক পরামর্শ দিবেন।
Leave a Reply