নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট। ৮ জুলাই, সোমবারঃভোলাহাটে প্রকাশ্যে দিবালোকে নিজ বাড়িতে ৮ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যাসহ মেয়ে ও মেয়ে জামাইকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করেছে দানব স্বামী কোবাদ। সরজমিন গিয়ে জানা যায়, নিহত স্ত্রী আয়েশা (৫০) এর সাথে একই উপজেলার মধ্য খড়কপুর গ্রামের সুলতানের ছেলে কোবাদের(৪০) সাথে বিয়ে হয়। আয়েশা কোবাদের ৩ নম্বর স্ত্রী। আয়েশার পূর্বের স্বামী নবমসলিম আব্দুস সাত্তার। তার পূর্বের স্বামী বাড়ীতে মেয়ে হাবিবা (২৫) ও মেয়ে জামাই সাদিকুল (৩০) কে নিয়ে বসবাস করতেন আয়েশা। তার ২য় স্বামী কোবাদের আরো স্ত্রী থাকায় বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীর কাছে যাতায়াত করতো। এসব ঘটনার জের ধরে দ্বন্দ্ব হলে হাসুয়া দিয়েছে কোবাদ বাড়ীর বাইরে কুপিয়ে হত্যা করে। বাড়ীর ভিতরে থাকা মেয়ে ও মেয়ে জামাই বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রাজশাহীতে প্রেরণ করেন। ঘটনার পরপর খবর পেয়ে ঘটনাস্থলে ভোলাহাট থানা পুলিশের পুলিশ পরির্দক( তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনা স্থলে এসে সুরতহাল রিপোর্ট লেখেন। ঘাতকে গ্রেফতার অভিযান চালছে বলে জানান ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল।
Leave a Reply