একেএম.জিলানী: নাচোল অবশেষে আত্মগোপণ করেও রক্ষা পেলোনা ভোলাহাটের আলোচিত স্ত্রী হত্যাকারী কোবাদ(৫২)। নাচোল থানাপুলিশ আজ বৃহস্পতিবার সন্ধার পর স্ত্রী হত্যাকারী কোবাদকে আটক করতে সক্ষম হয়েছে।
পারিবারিক কলহের জেরে গত ৮ জুলাই হাসুয়া দিয়ে কুপিয়ে স্ত্রী আয়েশা খাতুন(৪৮) কে হত্যা করে কোবাদ। ওইসময় কোবাদের মেয়ে হাবিবা ও জামাই সাদিকুল বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক জখম করে ঘাতক কোবাদ। এ ঘটনার পর ঘাতক কোবাদ পলাতক ছিলে।
উল্লেখ্য, ঘটনার দিন জখম মেয়ে ও জামাইকে নিয়ে উন্মত চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে রামেক হাসপাতালে নেয়ার পথে ওই এ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী এলাকায় ট্রাকের সাথে দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় এ্যাম্বুলেন্স চালক সেনামুল মারাত্মক আহত হয়।
পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় গত বুধবার মারা যায়। এদিকে নাচোল থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সন্ধার পর কোবাদকে আটক করেছে বলে নাচোল থানার ওসি(তদন্ত) মিন্টু রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক কোবাদকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ভোলাহাট থানাপুলিশের নিকট হস্তান্তর কার হবে।
Leave a Reply