নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার তেররশিয়া থেকে মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৭ পিচ ইয়াবা বড়িসহ ১ ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি উত্তর ট্যাগ জহুরপুর বেলপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে র্যাবের পাঠানো প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনের পাঁকা রাস্তায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য বেচা-বিক্রি করছে। খবর পাবার পর র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সে এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭ পিচ ইয়াবা বড়িসহ হাতেনাতে শফিকুলকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার নামে একাধিক মাদকের মামলা চলমান রয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডি এম কপোত নবী
১৬-৭-১৯
Leave a Reply