নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ইজাজ আহমেদ ও সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত সংগঠনটির নিজ্বস্ব প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
মো. তুষার খানকে সভাপতি ও মো. তরুন আলীকে সাধারন সম্পাদক হিসেবে রেখে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ার লক্ষ্যে ১২ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাখা রয়েছে মো. মামুনুর রশীদ, ইমন আহমেদ, মনোয়ার হোসেন মনু, মো. কামরুজ্জামান ও মো. ইউসুফ আলী। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মো. মারুফ ও রজব আলী এবং মাহমুদুল হাসান আরব, মো. সানাউল্লাহ ও রজব আলীকে সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ইজাজ আহমেদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার আগামী দিনে কাজ করবে এই নতুন কমিটি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দেয়া হচ্ছে।
Leave a Reply