নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাড়ে ছয় লিটার চোলাই মদসহ তিন যুবককে আটক করেছে । আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানাপুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানাপুলিশ। এসময় রাণীনগর-নওগাঁ রাস্তার উপজেলার হাসপাতাল মোড় এলাকায় একটি চার্জার ভ্যান তল্লাশী করে সাড়ে ছয় লিটার চোলাইমদসহ উপজেলার গোনা উত্তর পাড়া গ্রামের শামীম শেখের ছেলে শাওন শেখ (২১), বিদ্যুৎ রাজের ছেলে তৌহিদ রাজ (১৯) ও একই গ্রামের আসলাম সরদারের ছেলে চাঁদ সরদার (২০) কে আটক করে। ওসি মো: জহুরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহসপতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply