এ আই রবি, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় সরকারি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় বাঘা প্রেস ক্লাবের নিজেস্ব কার্যালয়ে সকল সাংবাদিকরা বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।
সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দীন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল আলম ও শাহানুর রহমান বাবুসহ সকল সদস্য।
সভায় আব্দুল কুদ্দুসের ঠিকাদারী প্রতিষ্টানের অনুকুলে চলমান সরকারি কাজে অনিয়মগুলো ক্ষতিয়ে দেখার জন্য সভায় সংশ্লিষ্ট দপ্তরে উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করে ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। পরকর্তীতে বাঘা প্রেস ক্লাবের পক্ষে নানা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত হয়।
Leave a Reply