মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন: উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো: আনারুল ইসলামের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২২) ও শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মৃত অবিনাশ মালাকারের ছেলে ফুল বাবু। মামলার আইও দিনাজপুর জেলা ডিবির মোঃ মোকারম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নওয়াবুর রহমানের নেতৃত্বে এসআই এরশাদ হোসেন, এএসআই হাসিনুর রহমান,মহেন্দ্রনাথ রায়, রুপম হোসেন ও মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শুক্রবার রাতে ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পুরাতন ইউপি পরিষদের পার্শ্বে মাদক বিক্রয়ের সময় রাশেদুল ইসলামকে আটক করেন ডিবি পুলিশ। তার কাছে হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে বীরগঞ্জ থানার এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার শিবরামপুর ইউনিয়নের আউলিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ফুল বাবুকে আটক করেন। তার কাছে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দিনাজপুর ডিবি পুলিশের এসআই এরশাদ হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply