মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ স্কুল থেকে ওদের বাড়ী দূরে। তাই প্রতিদিন স্কুলে যেতে হয় কখনো হেঁটে কখনো বা কোনো যানে চড়ে। অবশ্যই হাঁটতেই হয় বেশির ভাগ সময়। এখন তাদের সে কষ্ট দূর হলো। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তারা পেয়েছে বাইসাইকেল। সাইকেল পেয়ে তাই প্রত্যেকের চোখে মুখে এখন আনন্দের ঝিলিক। এলজি অ্যাম্বেসেডর প্রোগ্রাম ২০১৯” আওতায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন।
৮ ফেব্রুয়ারী শনিবার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী কাশিমনগর উচ্চবিদ্যালয় মাঠে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এলজি বাংলাদেশের সিএসআর ম্যানেজার,মোঃ গিয়াসউদ্দীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলাউড়ী কাশিমনগর উচ্চবিদ্যালয়ের সভাপতি,মোঃ আবদুল হামিদ মন্ডল, অ্যাম্বেসেডর মাহবুব মন্ডল সহ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন
Leave a Reply