নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সোমবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুলের পাশে একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে। পরে রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২১ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় রাতে পুলিশের একটি দল কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুলের পাশে এক বাড়িতে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ২১ জুয়াড়িকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরে মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড, ১১ জনকে সাত দিনের, ৭ জনকে পাঁচ দিনের এবং ২ জনকে দুইদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জুয়াড়িদের আটক করায় রামচন্দ্রপুর হাট কৃষ্ণগোবিন্দপুর এলাকার মানুষ পুলিশকে স্বাধুবাদ জানিয়েছেন। এলাকার অনেকেই বলেছেন তাদের এখানে নিয়মিত কয়েকটি বাড়িতে জুয়ার আসর বসে। সেখানে জুয়ার আড়ালে মাদকসেবনও চলে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন। তাই সে এলাকাসহ আশেপাশের এলাকাতে পুলিশের নিয়মিত অভিযান চালাবার জন্য জোর আহ্বান জানান এলাকাবাসী।
ওসি ইদ্রিস আলী আরো জানান, রামচন্দ্রপুর হাটসহ কোথাও জুয়া খেলা বা মাদকের আসর কিংবা বেচাবিক্রি হলে থানায় অথবা ইউনিয়ন পরিষদে জানাবার জন্য এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান।
আটককৃতরা হচ্ছে- ভাগ্যবানপুরের মর্তুজার ছেলে আজিজুল, মহারাজপুর হিন্দু পাড়ার সালামের ছেলে বাবু, আজাইপুরের মফিজের ছেলে হাসমত আলী, ধুমি হায়াতপুরের সাদেমানের ছেলে কাদির, কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়ার মৃত আফসারের ছেলে আব্দুস সাত্তার, পাঠানপাড়ার আব্দুস সাত্তারের ছেলে বাবু, নিচু ধুমির নাসিরের ছেলে নজরুল, কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মোস্তাক খলিলের ছেলে আব্দুল্লাহ, উপর ধুমিহায়াতপুরের শমসের আলীর ছেলে মজিবুর রহমান, ধুমি হায়াতপুরের রবু বিশ্বাসের ছেলে জমির আলী, কৃষ্ণগোবিন্দপুর পালোয়ানপাড়ার মাহাতাব উদ্দিনের ছেলে সাইদুর ইসলাম, উপরধুমি হায়াতপুরের মৃত এসাহাকের ছেলে কাশেম আলী, কৃষ্ণগোবিন্দপুর মোল্লাপাড়ার সাহেব আলীর ছেলে আলমগীর, কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার আশরাফ আলীর ছেলে হেলাল উরফ নুরুল, উপরধুমি হায়াতপুরের শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী, কৃষ্ণগোবিন্দপুর পালোয়ানপাড়ার আহসানের ছেলে আবু হোসেন, কাইঠাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আওয়াল, উপরধুমি হায়াতপুরের মসলেম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, কৃষ্ণগোবিন্দপুর মিয়া পাড়ার মৃত মনজুর আলীর ছেলে বজলার রহমান, নিচু ধুমির সাজ্জাদের ছেলে শফিকুল ইসলাম এবং মৃত মাহতাব উদ্দিনের ছেলে গোলাম মওলা।
Leave a Reply